Skip to content

Stop Googling "USD to BDT" and doing the tax math in your head. Price Actually in BDT instantly calculates the real cost (Current Rate + Bank Tax) with a simple right-click. Know exactly how much will be deducted from your card before you checkout. No more surprises.

Notifications You must be signed in to change notification settings

MatrixRex/Price-Actually-BDT

Folders and files

NameName
Last commit message
Last commit date

Latest commit

 

History

19 Commits
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Repository files navigation

Price Actually in BDT (প্রাইস অ্যাকচুয়ালি ইন বিডিটি) 💸

English Version

Latest Release

অনলাইন শপিংয়ে "কত ডলার" মানে আসলে "ব্যাংক কত টাকা কাটবে" নিয়ে দুশ্চিন্তা?

সমাধান এই ক্রোম এক্সটেনশন Price Actually in BDT

showcase

এক নজরে ফিচারসমূহ ✨

  • সিলেক্ট করুন আর দেখুন: ওয়েবসাইটের যেকোনো দাম (যেমন: "$19.99") হাইলাইট করে রাইট-ক্লিক করলেই টাকায় দেখতে পারবেন। পেজের যেকোনো খালি জায়গায় রাইট-ক্লিক করে ক্যালকুলেটরটি ওপেন করা যাবে।

  • সব কারেন্সি চেনে: ডলার, ইউরো, পাউন্ড থেকে শুরু করে রিয়াল, দিনার কিংবা রুপি—সবই এর চেনা। সিম্বল দেখলেই ও বুঝে নেয় ওটা কোন দেশের টাকা। ১৬০+ কারেন্সি সাপোর্ট করে এটি!

  • যেখানে খুশি রাখা: ড্র্যাগেবল ইন্টারফেস, চাইলে মাউস দিয়ে টেনে পপআপটি স্ক্রিনের যেকোনো কোণায় রেখে দিয়ে কাজ সারতে পারেন।

  • ইন্সটল করলেই রেডি: ব্রাউজার রিফ্রেশ দেওয়ার ঝামেলা নেই, ইন্সটল করেই কাজে নেমে পড়ুন।

  • একাধিক ক্যালকুলেটর: চাইলে এক স্ক্রিনে অনেকগুলো পপআপ খুলে রেখে দামের তুলনা করতে পারেন।

  • পরিবর্তন যোগ্য ট্যাক্স: আমাদের ব্যাংকগুলো সাধারণত ১৫% ট্যাক্স কাটে। কিন্তু আপনার পছন্দমতো ট্যাক্স রেট ডিফল্ট হিসেবে সেট করে দিন, বারবার টাইপ করার দরকার নেই।

ইন্সটলেশন (সহজ ৫ ধাপ) 🛠️

১. সর্বশেষ রিলিজ থেকে .zip ফাইলটি নামিয়ে নিন।
২. জিপ ফাইলটি সুবিধামতো ফোল্ডারে আনজিপ করুন।
৩. ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে chrome://extensions/ লিখে এন্টার দিন।
৪. উপরের ডান কোণা থেকে Developer mode অন করে দিন।
৫. Load unpacked বাটনে ক্লিক করে আনজিপ করা ওই ফোল্ডারটি সিলেক্ট করুন।

ব্যস! এবার ব্যাবহার করার পালা!

কিভাবে ব্যবহার করবেন? 🤔

  • দাম দেখুন: যেকোনো দাম সিলেক্ট করুন → রাইট ক্লিক → Price Actually in BDT। অথবা খালি যায়গায় রাইট ক্লিক করেও ক্যালকুলেটর টি ব্যাবহার করা যাবে।
  • সেটিংস: গিয়ার আইকনে (⚙️) ক্লিক করে আপনার পছন্দমতো ট্যাক্স রেট বা মোড পরিবর্তন করুন।
  • Persistent Popup: এইটা অন থাকলে পপআপের বাইরে ক্লিক করলেও পপআপ বন্ধ হবে না।
  • Single Instance: এইটা অন থাকলে নতুন পপআপ খুললে পুরানো পপআপ বন্ধ হবে।
  • Default Tax: এইখানে আপনার পছন্দমতো ট্যাক্স রেট সেট করুন।
  • ঝটপট মুছে ফেলুন: স্ক্রিনের সব পপআপ এক ক্লিকেই মুছে ফেলতে ট্র্যাশ আইকন (🗑️) ব্যবহার করুন।

টেকনিক্যাল কিছু গালভরা বুলি 🤓

  • Manifest V3: ক্রোম এক্সটেনশনের একদম আধুনিক আর নিরাপদ ভার্সনে তৈরি।
  • ExchangeRate-API: একদম লেটেস্ট এক্সচেঞ্জ রেট ফেচ করা হয় এবং ২৪ ঘণ্টার জন্য ক্যাশ করে রাখা হয়, যাতে বারবার ইন্টারনেটে হিট না করতে হয়।

ফোল্ডার স্ট্রাকচার 📂

  • manifest.json: এক্সটেনশনের মাথা।
  • background.js: পর্দার অন্তরালে সব কারেন্সি রেট আর রাইট-ক্লিকের হিসাব সামলায়।
  • content.js: যা দেখছেন তার সবটাই এখানে। নকশা থেকে শুরু করে ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সব লজিক।
  • images/: আইকন।

শুভ কেনাকাটা! ❤️

About

Stop Googling "USD to BDT" and doing the tax math in your head. Price Actually in BDT instantly calculates the real cost (Current Rate + Bank Tax) with a simple right-click. Know exactly how much will be deducted from your card before you checkout. No more surprises.

Topics

Resources

Stars

Watchers

Forks